বরিশালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উপলক্ষে বন্যাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ইফতারের আয়োজন করেছে মেট্রোপলিটন পুলিশ।
আজ সোমবার বিকাল সাড়ে চারটায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালি পূর্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক শেখ মো. মারুফ হাসান (পিপিএম বিপিএম বার),বরিশাল নগর পুলিশ কমিশনার এস.এম রুহুল আমিন, অতিরিক্ত ডি আই জি আকরাম হোসেন, জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান,র্যাব (৮) এর পরিচালক লেঃ, কর্নেল আনোয়ার উজ জামান, বীর প্রতিক মহিউদ্দিন মানিক,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,অতিরিক্ত পুলিশ সুপার হুমাউন কবীর সহ বিভিন্ন সশ্রস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ।
র্যালি শেষে পুলিশ লাইন ময়দানের টিনসেড মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পুলিশ কমিশনার এস এম রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, ডি.আই.জি শেখ মো. মারুফ হাসান, র্যাব পরিচালক লেঃ কর্নেল আনোয়ার-উজ-জামান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ, পুলিশ সুপার এস.এম আক্তারুজ্জামান সহ বিভিন্ন সময়ে জাতী সংঘ বাহিনীতে দায়ীত্ব পালন করে ফিরে আসা পুলিশ, সেনা বাহিনী, নৌবাহিনী সদস্যরা তাদের সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে দেশবাসিসহ জাতিসংঘ বাহিনীতে কর্মরত ও শাহাদৎ বরণকারী সশ্রস্ত্র বাহিনীর সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।