বুধবার , ৩১ মে ২০১৭ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

যে তিন ভেন্যুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রতিবেদক
alltimeBDnews24
মে ৩১, ২০১৭ ১২:০৬ পূর্বাহ্ণ

আগামী ১-১৮ জুন অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭’র ১৫টি ম্যাচ তিন ভেন্যু লন্ডনের ওভাল, বার্মিংহামের এজবাস্টন এবং কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অনুষ্ঠিত হবে।

ওভালে ১ জুন বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। একই মাঠে ১৮ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে। কার্ডিফ এবং এজবাস্টনে যথাক্রমে ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল।

তিন ভেন্যুর সংক্ষিপ্ত চিত্র :

ওভাল :

শহর : লন্ডন, ধারণ ক্ষমতা ২৪,৫০০

সংক্ষিপ্ত ইতিহাস

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি ইংলিশ কাউন্টি ক্লাব সারের হোম গ্রাউন্ড। এ মাঠেই ইংল্যান্ডের মাটিতে ১৮৮০ সালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৮০০ দশকের শেষ দিকে ওভালের এ মাঠে এফএ কাফ (ফুটবল) ফাইনালের ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া ইংল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক ফুটবল ও রাগবি ম্যাচও আয়োজন করা হয় এখানে।

এটি লন্ডনের বড় মাঠগুলোর একটি এবং ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচও এখানে অনুষ্ঠিত হয়। ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এ মাঠে।

উল্লেখযোগ্য ম্যাচ :

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের অনেক দুর্লভ মুহূর্তের সাক্ষী ওভাল। সর্বশেষ ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের লো স্কোরিং ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

সূচি:

* জুন ১ : ইংল্যান্ড বনাম বাংলাদেশ

* জুন ৩ : শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা

* জুন ৫ : অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

* জুন ৮ : ভারত বনাম শ্রীলংকা

* জুন ১১ : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

* জুন ১৮ : ফাইনাল

এই ভেন্যুতেই ক্রিকেট কিংবদন্তী স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ১৯৪৮ সালে নিজের শেষ ইনিংসটি খেলেছিলেন। অতিরিক্ত মাত্র চার রান করতে সক্ষম হলেই টেস্ট ক্রিকেটে তার গড় রান হতো ১০০।

ওয়ানডে রেকর্ড :

সর্বোচ্চ দলীয় রান : ৩৯৮/৫ নিউজিল্যান্ড প্রতিপক্ষ ইংল্যান্ড, ১২ জুন ২০১৫।

ব্যক্তিগত সর্বোচ্চ রান : ১১৮ বলে ১৬২ জেসন রয় (ইংল্যান্ড) প্রতিপক্ষ শ্রীলংকা, ২৯ জুন, ২০১৬

সেরা বোলিং ফিগার : ৬/৪২ উমর গুল (পাকিস্তান) প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৭ সেপ্টেম্বর, ২০১০

 

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত