‘বাজি’ শব্দটা শুনতে একটা সামাজিক অপরাধমূলক শব্দের মতো মনে হলেও পরিচালক জহির রায়হান তার নাটকে ‘বাজি’কে উপস্থাপন করেছেন একটা আর্ট হিসেবে।
ঘাস ফঁড়িংয়ের ব্যানারে সম্প্রতি নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘বাজি’। মরু চ্যাটার্জীর রচনা ও জহির রায়হানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- সজল ও ভাবনা। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন- অনন্ত হিরা।
পরিচালক জহির রায়হান তার নাটক প্রসঙ্গে জানান- এটি একটি প্রেমের গল্প। এক রোমান্টিক জুটি তাদের সংসার জীবনে প্রতিটা পরতে পরতে বিভিন্ন বিষয় নিয়ে বাজি ধরে। আর সেই বাজিতে হেরে যাওয়া কিংবা জিতে যাওয়াকে কেন্দ্র করেই নানান ঘটনা ঘটতে থাকে। সেই ঘটনা কখনো অতি রোমান্টিক, কখনো বা নির্মম পরিণতির।
ঢাকার উত্তরা, সোহরাওয়ার্দি উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে এই নাটকের শুটিং। আসছে ঈদে কোনো একটি বেসরকারী টিভি চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে।