দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশ (১৬তম) শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টা ৫ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (১ জুন) ২০১৭-১৮ সালের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট পাস হবে ২৯ জুন। আগামী ১৩ জুলাই পর্যন্ত বাজেট অধিবেশন চলবে বলে সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র বৈঠকে সিদ্ধান্ত হয়।
এরআগে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ‘কার্য উপদেষ্টা কমিটি’র ষষ্ঠদশ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে। তবে এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মুলতবী থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ১০.৩০ টায় অধিবেশন শুরু হবে। প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন। বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। ১ জুন দুপুর ১.৩০টায় অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।
এদিকে সংসদের অধিবেশন শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং দুইজন সাবেক সংসদ সদস্য সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব আনেন। এরপর তিনি সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে যথাক্রমে দ্বীরেন্দ্র দেবনাথ শম্ভু, শামসুল হক টুকু, মাহবুব আলী, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং ফজিলাতুন নেছা বাপ্পীকে মনোনয়ন দেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশনে তারা সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন।