মঙ্গলবার , ৩০ মে ২০১৭ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দুর্গতদের পাশে দাঁড়াতে তিন বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর : কাদের

প্রতিবেদক
alltimeBDnews24
মে ৩০, ২০১৭ ১১:৫৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নৌ, সেনা ও বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সচিবালয়ে মঙ্গলবার (৩০ মে) এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষদের পাঁশে দাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকাল ৬টার দিকে কক্সবাজার উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় ‘মোরা’।

তিনি বলেন, ‘বিপদ সংকেত যখন থেকে শুরু হয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং ও তদারকি করেছেন। আমিও পার্টির পক্ষ থেকে রাত থেকে যোগযোগ করেছি। উপকূলীয় এলাকার ডিসিদের সঙ্গে যোগাযোগ করেছি। সকালেও ডিসিদের সঙ্গে কথা বলে অবস্থা জেনেছি। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের সঙ্গে আলাপ করেছি, পরিস্থিতি জানতে চেয়েছি।’

কথা বলার সময়ই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন আসে। ফোন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য এক কোটি ৮৭ লাখ টাকা জরুরিভিত্তিতে পৌঁছানো হয়েছে। নৌ বাহিনীর একটা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ত্রাণ সাহায্য নিয়ে রওনা দিয়েছে। সেনা ও বিমান বাহিনীকেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে।’

‘এখন সতর্ক থেকে পরে যেন শৈথিল্য প্রকাশ না পায় সে জন্য সর্বদা প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতাদের বলেছি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াতে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পার্টির নেতাদের সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসের মাধ্যমে জানতে পেরেছি (ঘূর্ণিঝড়ে) ২০ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। চকরিয়ায় গাছ চাপা পড়ে একজন মারা গেছেন। কক্সবাজারে একজন মা তার শিশুকে নিয়ে ছুটাছুটি করতে গিয়ে শিশুটি হাত থেকে ফসকে যায়, শিশুটি মিসিং। এছাড়া আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চকরিয়ায় গাছ চাপা পড়ে আরও ১০ জন আহত হয়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ক্ষতিগ্রস্থ তাদের সাহায্য ও পুনর্বাসন দরকার এই কাজটি সর্বাত্মকভাবে চেষ্টা চলছে, সরকার এ ব্যাপারে সক্রিয়। দ্রুত মানুষের পাশে দাড়িয়েছি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকারিভাবে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার সবাইকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে সর্বাত্মক প্রয়াস চালিয়েছে। যে কারণে ক্ষয়ক্ষতি বিশেষ করে প্রাণহানির ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি।’

‘জানের ক্ষতি না হলেও মালামালের যে ক্ষতি হয়েছে সে ব্যাপারে সরকার অত্যন্ত তৎপর, সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমাদের পার্টিকেও আমরা নির্দেশ দিয়েছে উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষদের পাঁশে দাড়ানোর জন্য।’

ওবায়দুল কাদের বলেন, ‘কক্সবাজারে রাতের শেষভাগ থেকে পানির একটা সমস্যা ছিল, ডিসি জানিয়েছেন সেই সমস্যার সমাধান হয়ে গেছে।’

 

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি