ভোলা প্রতিনিধি : ভোলায় মনপুরা উপজেলার কলাতলির চরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে রাশেদ মনির (১) নামে এক শিশু ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মে) রাতে বৃষ্টিতে ভিজে ঠাণ্ডায় তার মৃত্যু হয়েছে। শিশু রাশেদ মনির উপজেলার কলাতলির চরের পুরাতন আবাসন প্রকল্পের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে।
মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সালাউদ্দিন তার এক বছরের শিশু ছেলেকে নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে যায়। এতে ঠাণ্ডায় আক্রান্ত হয়ে শিশু ছেলে রাশেদ মারা গেছে। এছাড়া জেলায় এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির তেমন কোন খবর পাওয়া যায়নি। তবে নদীর র্তীরবর্তী এলাকার মানুষ এখনো আতঙ্কে রয়েছে।
(Visited ৭ times, ১ visits today)