দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন (বাজেট) বসছে মঙ্গলবার (৩০ মে)। এই অধিবেশনের তৃতীয় দিন অর্থাৎ ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হবে।
এর আগে গত ১৪ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।
অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনার পর পুরো অধিবেশনজুড়ে এর উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যেই নতুন অর্থবছরের বাজেট পাস করতে হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, রোজার মাসের কারণে এই অধিবেশন সকালে শুরু হবে।
এর আগে গত ৮ মে শেষ হয় দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন।সংবিধানের নিয়ম রক্ষায় বসা ওই অধিবেশনের মেয়াদ ছিল পাঁচ কার্যদিবস।
(Visited ২ times, ১ visits today)