মোঃ শাহাজাদা হিরা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম ফরজ ইবাদত রোজা। আজ থেকে শুরু হয়েছে মুসলমানদের সংযম সাধনার মাস পবিত্র রমজান। কুপ্রবৃত্তি দমন ও আত্মশুদ্ধির সর্বোত্তম সুযোগ নিয়ে আসে এই মাস। পুণ্যময় এই মাস রহমত, বরকত ও মুক্তির বার্তা নিয়ে আসে। পবিত্র রমজানের মাস এলেই দেখা যায়, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই মাসে বেশি মুনাফার আশায় আগে থেকেই আটঘাট বেঁধে বসে থাকে। এই দৃষ্টিভঙ্গি পবিত্র রমজানের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। রোজার মাসে সুবিধা বুঝে ভোগ্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায়ে ব্যস্ত হয়ে পড়ে তাই মাহে রমজানর পবিত্রতা ও খোলা খাবার ও খাবারে ফরমালিন ব্যবহার সহ মূল্য বৃদ্ধি বন্ধে বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান আজ রমজানের প্রথম দিনে বরিশাল নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারন জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার প্রচারনা চালায়।
এসময় জেলা প্রশাসক বলেন, রমজান উপলক্ষে যারা বাহির থেবে খোলা ইফতার সামগ্রী কিনেন তারা সকলকে সতর্ক থাকবেন। কারন এই সমস্ত খাবার স্বাস্থ্য সম্মত নয়, খাবারে মিশানো হয় বিষাক্ত ফরমালিন ও রং । তাই সুস্থ্ থাকতে বাসার তৈরি খাবার খাবার আহবান জানায়।পাশাপাশি তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান যানান ভোগ্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায় সহ ফরমালিন ব্যবহার থেকে বিরত থাকার জন্য। তখন ব্যবসায়ীরা সততার সাথে পণ্য সরবরাহ সহ অতিরিক্ত মূল্য আদায় ও ফরমালিন ব্যবহার থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এক মাসের সংযম সাধনার ভেতর দিয়ে আমাদের প্রত্যেকের জীবন পরিশুদ্ধ হোক, পবিত্র ও পুণ্যস্নাত হোক। মহান আল্লাহ আমাদের দান করুন সেই তওফিক, যাতে আমরা পবিত্র রমজানের শিক্ষা সঠিকভাবে উপলব্ধি ও অনুশীলন করতে পারি।