রির্পোটঃ শেখ সুমন.
দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা হিসেবে বাংলাদেশের বিভন্ন অঞ্চলের দরিদ্রতম, নিপীড়িত ও অসহায় মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশালে বরিশাল এডিপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অত্র এলাকায় পিছিয়ে পড়া মায়েদের নিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭ উদযাপন করা হয়। ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৭-কে সামনে রেখে নগরীর স্টেডিয়াম কলোনীতে সকাল ১০.৩০ ঘটিকার সময় র্যালি অনুষ্ঠিত হয় । বরিশাল সিটিকর্পোরেশ এর ১১নং ওয়ার্ডের মোট ১১০ জন দরিদ্র অসহায় নারীদের নিয়ে এই র্যালি করা হয়। র্যালিটি স্টেডিয়াম কলোনী থেকে শুরু হয়ে তা ব্যাপ্টিস্ট মিশন প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় এবং এক আলোচনা অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় “নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই” নিয়ে আলোচনা করেন উক্ত এলাকায় নিয়োজিত প্রোগ্রাম অফিসার উত্তম খ্রীষ্টফার রোজারিও। আলোচনায় উল্লেখ্য আরো বিষয় ছিল: নিরাপদ প্রসবের জন্য স্বাস্থ্য কেন্দ্রের গুরুত্ব, গর্ভবতী মায়ের প্রধান ৩টি পুষ্টিসেবা ও যতœ, গর্ভবতী বা প্রসূতির যে কোন বিপদচিহ্ন দেখা দিলে করণীয় কি, গর্ভবতীর ৪বার চেকআপের গুরুত্ব, গর্ভকালীন ও প্রসবের সময় জটিল অবস্থা ইত্যাদি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও শিশু কল্যাণ কমিটির সভানেত্রী ও সদস্যবৃন্দ এবং মাঠকর্মীবৃন্দ।