যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে অজ্ঞাতনামা এক বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ওই অঙ্গরাজ্যের শান্তিরক্ষার কাজে নিয়োজিত শেরিফের একজন ডেপুটিও রয়েছেন।
এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে পুলিশ ৩৫ বছরের এক ব্যক্তিকে আটক করেছে।
মিসিসিপি কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন বলেন, শনিবার মধ্যরাতে রাতের পর লিংকন কাউন্টির পৃথক তিনটি স্থানে এই গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। গুলি করে হত্যার কারণও জানা যায়নি।
ওয়ারেন স্ট্রেইন আরও বলেছেন, আটক সন্দেহভাজন ব্যক্তিটি গুলি করে হত্যার আগে নিহত ওই আট ব্যক্তিকে চিনতেন কি না, তা–ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফোনে বন্দুকধারীর হামলার খবর পেয়ে শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ঘটনাস্থলে যান। ওই সময় সন্দেহভাজন আটক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। বাকি নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।