সদ্য বাবা কৃষ্ণরাজ রাই মারা গিয়েছেন। তাই যে কোনও আনন্দ অনুষ্ঠান থেকেই ইদানিং নিজেকে দূরে রাখছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ বছর নিজেদের বিবাহবার্ষিকীও পালন করেননি ঐশ্বরিয়া-অভিষেক। কিন্তু একটু ব্যতিক্রম হল নায়িকার মা বৃন্দা রাইয়ের জন্মদিনে। জমিয়ে সেলিব্রেট করলেন ঐশ্বরিয়া।
২৩ মে ছিল বৃন্দার জন্মদিন। সে সময় কান চলচ্চিত্র উত্সবে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। তবে দেশে ফিরেই মায়ের জন্মদিন পালন করেন নায়িকা। আত্মীয় ও পারিবারিক বন্ধুদের উপস্থিতিতে বাড়িতেই সেলিব্রেট করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও হয়েছে।
গ্রুপ ছবিতে দেখা যাচ্ছে বৃন্দার কোলে বসে রয়েছে আরাধ্যা। ঐশ্বরিয়ার দাদা আদিত্য রাই ও তার ছেলে বিহানও উপস্থিত ছিল সেদিনের অনুষ্ঠানে। বাবার অনুপস্থিতিতে সব সময় যে কোনও পরিস্থিতিতে মায়ের পাশে থাকার চেষ্টা করছেন ঐশ্বরিয়া।
(Visited ১১ times, ১ visits today)