জনপ্রিয় তারকা তৌসিফ ও মেহজাবীন এবার অভিনয় করেছেন ‘আন্তঃনগর প্রেম’ নামের একটি নাটকে। মাহমুদ রাহাতের গল্পে, ইমরাউল রাফাত ও ইমেল হকের যৌথ চিত্রনাট্যে এই নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা বিপ্লব ইউসুফ।
নির্মাতা জানালেন, গেল মাসেই আন্তঃনগর প্রেম নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। তৌসিফ-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মিলি বাসার, রকি খান, রত্না।
তৌসিফ বলেন, এই নাটকের গল্পে এক ধরনের রোমান্টিকতা আছে, যেটা সহজে প্রকাশ পায় না। আমার ধারণা নাটকটি দর্শকদের মনে দাগ কাটবে।
মেহজাবীন বলেন, আন্তঃনগর প্রেম নাটকে আমি ফারিয়া চরিত্রে অভিনয় করেছি। আমার বিপরীতে রয়েছে তৌসিফ, সে নিপুণ চরিত্রে অভিনয় করেছে। পারিবারিক ও রোমান্টিক দুই ধরনের আবহ ফুটে উঠবে গল্পে।
আন্তঃনগর প্রেম নাটকটি প্রচার হবে শুক্রবার রাত ৮ টা ১০ মিনিটে এই নাটকটি আরটিভিতে।
(Visited ৮ times, ১ visits today)