দুই বাংলার চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা জানানো হবে কলকাতায় ১৬তম টেলি সিনে অ্যাওয়ার্ডে। কলকাতার অভিনেতা রঞ্জিত মল্লিককেও আজীবন সম্মাননা জানানো হবে একই আয়োজনে।
এ বছর সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারি’তে অনবদ্য অভিনয়ের জন্য সেরা নায়কের পুরস্কার পাচ্ছেন শাকিব। সংগীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কনাকে পুরস্কৃত করা হবে।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকেও পুরস্কৃত করা হবে। জানা গেছে, আগামী ৪ জুন কলকাতায় এই পুরস্কার দেওয়া হবে।
(Visited ৬ times, ১ visits today)