সাভার প্রতিনিধি : সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। এ ছাড়াও পার্শ্ববর্তী আরও একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।
শুক্রবার (২৬ মে) রাত সাড়ে সাতটা থেকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করছে সাভার মডেল থানা পুলিশ।
তবে এর আগেই আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় শতাধিক সদস্য ওই এলাকার মোল্লা মার্কেটের পাশে অবস্থিত আনোয়ার মোল্লার পাঁচ তলা বাড়িটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাও।
পুলিশ জানায়, নামাগেন্ডা এলাকার আনোয়ার মোল্ল্যা নামের এক ব্যক্তির পাঁচ তলা ভবনের নীচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে প্রথমে বাড়িটি ঘিরে ফেলা হয়। এরপর ঢাকা জেলার প্রায় দেড় শতাধিক পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বলেছেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। বর্তমানে একটি বাড়িতে তল্লাশি চলছে। পর্যায়ক্রমে অন্যটিতেও তল্লাশি চালানো হবে।।’