রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
পাকিস্থানি অলরাউন্ডার হাফিজের ওপর থেকে বোলিং নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি ।।গত বুধবার এই কথা জানানো হয়েছে।। এখন থেকে আবার হাফিজকে বল করতে দেখা যাবে।। ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন তিনি।।আর এর রিপোর্টে জানা যায় তার বোলিং অ্যাকশনে আর খুত নেই।।এর আগে ২ বার তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি।।
(Visited ২ times, ১ visits today)