রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
টানা ৬ ম্যাচ হারের পর জিতলো বরিশাল বুলস।।দিনের একমাত্র ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহীর অধিনায়ক সামি।।তবে তাদের বলাররা তেমন সুবিধা করতে পারেনি।।মালান ও ফজলে রাব্বি করেন ১০০ রানের জুটি।।মালান করেন ৫৬ রান।।আর ফজলে রাব্বি করেন ৪৩ রান।।শেষের দিকে নাফিসের ঝড়ো ৬ বলে ১৬ রানের উপর ভর করে বরিশালের সংগ্রহ দাড়ায় ৪ উইকেটে ১৬১ রান।।জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী সুবিধা করতে পারেনি।।বরিশালের বলারদের তোপের মুখে ৭ উইকেটে ১৪৪ রানে থামে তাদের ইনিংস।।সামিথ প্যাটেল ৬২ রান করেন।।ইমরিত নেন ৩ উইকেট।।
(Visited ২ times, ১ visits today)