বুধবার , ২৪ মে ২০১৭ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এক বছরের নিচে শিশুদের ফলের রস নয়

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২৪, ২০১৭ ৯:৩৬ অপরাহ্ণ

বাচ্চাদের এক বছর হওয়ার আগেই ফলের রস খাওয়ানো শুরু করে দেন মায়েরা। বহু যুগ ধরেই ফলের রসকে স্বাস্থ্যকর মনে করে এসেছি আমরা।

কিন্তু শিশু বিশেষজ্ঞরা বলছেন, এক বছরের আগে ফলের রস খাওয়ানোর কোনও প্রয়োজনই নেই। ফলের রস থেকে কোনও পুষ্টিই পায় না শিশুরা।

তাদের মতে, মাতুদুগ্ধ ও ইনফ্যান্ট ফর্মুলাই এক বছরের নিচে শিশুদের পুষ্টির জন্য যথেষ্ট। ফলের রস বের করে ছেঁকে খাওয়ালে নষ্ট হয়ে যায় ফলে ডায়েটারি ফাইবার। এতে শিশু পুষ্টি তো পায়ই না, বরং বেড়ে যায় ওজন।

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের গবেষক মেলভিন হেম্যান বলেন, বাবা-মায়েরা মনে করেন ফ্রুট জুস খুবই পুষ্টিকর। কিন্তু ফলের রস কখনই টাটকা ফলের বিকল্প হতে পারে না। আবার বাচ্চার মুখের স্বাদের জন্য মায়েরা এতে চিনিও মেশান। ফলে অযথা ক্যালোরি যোগ হয়। এক বছরের নিচের বাচ্চাদের জন্য তা অপ্রয়োজনীয়।

তিনি বলেন, এক বছর বয়সের পর ফলের রস দেওয়া গেলেও তা বেশি পরিমাণে খেলে পুষ্টির বদলে ক্যালোরিই পৌঁছবে শরীরে, সেই সঙ্গেই দাঁতের ক্ষয়ও হতে পারে।

২০০১ সালে এই বিষয় সংক্রান্ত প্রথম রিপোর্ট প্রকাশ করে আমেরিকান অ্যাকেডমি অব পেডিয়াট্রিকস। যে রিপোর্টে বলা হয়েছিল ৬ মাসের নিচে শিশুদের ফলের রস খাওয়ানোর প্রয়োজন নেই।

নতুন রিপোর্টে বলা হয়েছে এক বছর বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ ও ইনফ্যান্ট থেকে প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে শিশুরা। এক বছর বয়সের পর থেকে সুষম ডায়েটের সঙ্গে খাওয়ানো যেতে ফলের রস।

তবে তা যেন ১০০ শতাংশ টাটকা ফলের হয় এবং মাত্রা সীমিত থাকে। ১-৩ বছর বয়স পর্যন্ত ৪ আউন্স (১১৩.৩ গ্রাম) ফলের রসই যথেষ্ট।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিশুদের বোতল বা সিপি কাপে ভরে ফ্রুট জুস দেওয়া উচিত নয়। এ ভাবে তারা সারাদিন ধরে ফলের রস খেতে থাকে। ফলের মধ্যে থাকা কার্বোহাইড্রেট থেকে দাঁতের ক্ষয় হতে পারে। বিশেষ করে শোওয়ার সময় কখনই শিশুকে ফলের রস দিয়ে ঘুম পাড়ানো উচিত নয়।

দাঁত ওঠার পর থেকেই শিশুদের গোটা ফল খেতে শেখান। এতে ফলের সম্পূর্ণ পুষ্টি ও ডায়েটারি ফাইবার ওদের শরীরে পৌঁছবে। অতিরিক্ত ওজনও বাড়বে না।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বেতাগীতে রিপোটার্স ইউনিটি কমিটি গঠন স্বাধীন সভাপতি, সুজন সম্পাদক

মঠবাড়িয়ায় পিতা- পুত্রকে কুপিয়েছে সন্ত্রাসীরা

বরিশালে প্রতিমন্ত্রীর হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করলেন চেয়ারম্যান

বরিশালে চুরির অভিযোগ তুলে যুবকের গোপনাঙ্গ পুড়িয়ে দিলো ৩ ভাই!

পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বছর পর দেশে ফিরলেন ১২জন বাংলাদেশি নারী

বরিশালে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ

বরিশালে লুৎফুন্নাহার নূরানী ও হাফিজীয়া মাদ্রাসায় দানকৃত জমির দলিল হস্তান্তর

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে মুক্তিযুদ্ধের বই মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

দেড়ঘন্টা পরে বরিশাল ঘাট ত্যাগ করলো সুন্দরবন-১০