রির্পোট : খবর বিপিপি
যত দেখি ততই সিক্ত হয় হৃদয়…
সরকারি স্বীকৃতির সম্মাননা সনদ প্রাপ্ত বরিশাল সিটিজেন জার্নালিস্ট টিমের নিবেদিতপ্রাণ এক দল সদস্য স্বেচ্ছায় বিগত ২৯ নভেম্বর ২০১৬ তারিখে টাঙ্গাইলের লৌহজং নদী উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে গৌরবময় ইতিহাস গড়েছেন।
বরিশাল থেকে প্রায় আড়াই শত কিলোমিটার দূরে গিয়ে তাঁরা-
# নদী উদ্ধারে মিছিল করেছেন;
# জনমত তৈরি করেছেন;
# মাটি কেটেছেন;
# নদী পরিষ্কার করেছেন;
# এফবি টিভিতে লাইভ সম্প্রচার করেছেন;
# টাঙ্গাইলবাসীর সঙ্গে সৌহার্দ রচনা করেছেন;
# পরিবেশের উন্নয়ন করেছেন;
# দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করেছেন;
# ইতিবাচকতার ইমারত নির্মাণ করেছেন…
তাঁদের কর্মকাণ্ডের খণ্ড চিত্রসমূহ দেখি আর গভীর সমীহ ভরে উপলব্ধি করি-
# কেনো বরিশালে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এতো সমৃদ্ধ;
# বিজয়ের আট দিন আগেই কেনো বরিশাল মুক্ত হয়েছিল;
# ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে ভাস্বর অমর সঙ্গীতের রচয়িতা ও সুরকার দুজনই কেনো বরিশালের সন্তান;
# কেনো মহাত্মগান্ধী বলেছিলেন,… বরিশাল ছিল সদা জাগ্রত…
এই সকল ডিজিটাল যোদ্ধাদের কার্যক্রম যত দেখি ততই আনন্দজলে সিক্ত হয় হৃদয়…
অনন্ত অভিবাদন…
প্রিয় সিটিজেন জার্নালিস্টগণ…
বরিশাল
০১.১২.১৬
Post By : DC Gazi Saif