ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ান ৩০ বিজিবি রংপুর-রাজশাহী রিজিয়ন আন্ত. ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতায় ২টি স্বর্ণ ও ১টি তাম্রপদক পেয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (২৩ মে) অনুষ্ঠিত ফাইনাল খেলায় এ গৌরব অর্জন করে তারা।
প্রতিযোগীতায় ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে নীলফামারী ৫৬ বিজিবি রানার্সআপ হয়েছে। প্রতিযোগীতায় ৫৬ বিজিবি’র সিপাহী বিপ্লব কুমার পাল শ্রেষ্ঠ নবীন এবং ৩০ বিজিবি’র হাবিলদার হাবিবুর রহমান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়ার হিসেবে নির্বাচিত হন।
৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিজিবি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী প্রতিযোগীতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন রংপুর-রাজশাহী রিজিওনের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তুষার বিন ইউনুস, ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল হাকিম মুহাম্মদ নওশাদ, ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহফুজার রহমান, পিএসসি, পি ইঞ্জি., এমএসসি, বর্ডার গার্ড হাসপাতাল, ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্ণেল আতিকুল হকসহ অন্যান্য অফিসার জুনিয়র কর্মকর্তা ও জওয়ানরা উপস্থিত ছিলেন।
৫৬ বিজিবি’র ব্যবস্থাপনায় (১৪-২৩ মে) ১০ দিনব্যাপী প্রতিযোগিতায় বর্ডার গার্ডের মোট ১৪ টি ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।