ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা শুভশ্রী জুটি হয়ে অভিনয় করবেন ‘চালবাজ’ নামের একটি চলচ্চিত্রে। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন অনন্য মামুন ও কলকাতার জয়দেব মুখার্জি। আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে লন্ডনে।
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘শাকিব-শুভশ্রীর চালবাজ’র শুটিং শুরু হবে ২০ জুন থেকে। তবে আমাদের শুটিং ইউনিট লন্ডনে যাবে ২ জুন। সেখানে ‘তুমি শুধু আমার’ নামের আরেকটি ছবির শুটিং হবে। এই ছবিতে অভিনয় করবেন মাহি, কলকাতার সোহম, আমান রেজা।’
এদিকে শাকিব-শুভশ্রী অভিনীত ‘চালবাজ’ ছবিতে শুভশ্রীকে দেখা যাবে ঘর পালানোর এক মেয়ের চরিত্রে। শাকিবকে দেখা যাবে রোমান্টিক লুকে। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট আর ভারতের এস কে মুভিজ।
(Visited ৫ times, ১ visits today)