আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (ইএফটি) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সকল তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সাপেক্ষে প্রতিটি ব্যাংককে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করতে বলা হয়েছে।
সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।
সেবা প্রদানে সক্ষম ব্যাংকের শাখা সমূহের সম্মুখে সহজে দৃষ্টিগোচর হয় এমন কোন স্থানে ইএফটি সম্পর্কে সচেতনামূলক ব্যানার প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ, ইএফটি ও আরটিজিএস সেবা প্রদানকারী সকল শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের এ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং গ্রাহকদের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে।