গতকাল পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে খাসচর-বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো: আব্দুল হান্নান স্যার শিক্ষা উপকরণের সাথে টিফিন বক্স প্রদানের ঘোষণা দেন । এর পরিপ্রেক্ষিতে আজ ১ ডিসেম্বর ২০১৬ খাসচর-বলরামপুর স্কুলের ২০৪ জন শিক্ষার্থীদের মাঝে উপস্থিত থেকে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো’র নিজস্ব ব্যবস্থাপনায় টিফিন বক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা খাতুন, নেজারত ডেপুটি কালেক্টর মো: আজগর হোসেন, পাবনা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সূএ : জেলা প্রশাসন পাবনা
(Visited ২ times, ১ visits today)