কুমারখালী অভেদানন্দ স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য এবং ষষ্ঠ শ্রেণীর অনুমতি চিঠি এসেছে ।
কুমারখালী অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে ছাত্র ছাত্রীর ভর্তি হবে জানুয়ারীর ১৭ সাল থেকে । কুষ্টিয়া জেলা প্রসাশক, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিক অভিভাবক ও সুশিল সমাজের দাবীর মুখে কুমারখালী উপজেলার আধুনিক মানের সরকারি প্রাথমিক বিদ্যালয় অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছাত্রী ভর্তির ব্যানার লাগিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ।
প্রধান শিক্ষক আফরোজা আখতার বানু জানান , স্কুল ভবন নির্মাণের বিষয়ে চিঠিও পেয়েছি ।স্কুলের কার্যক্রম দুইটা ভবনে দুইটা শিপ্টে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এবং দিনে দিনে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি হলেও জায়গা সংকুলানে ছোট কক্ষে গাদা-গাদি করে শিক্ষা কার্যক্রম চালানো বিষয়ে প্রধান শিক্ষকের নিকট খোঁজখবর নিয়েছিলেন উচ্চপ্রদস্থ কর্মকর্তা বৃন্দ এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় স্কুলটি সমস্যা সমাধান হতে যাচ্ছে ।
উল্লেখ্য অভেদানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৩৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভা এলাকার দ্বিতীয় প্রাচীনতম প্রাথমিক বিদ্যালয়। ১৯৩৩ সালের দিকে তিন জন সংসার ত্যাগী সন্ন্যাসী কুমারখালীতে আগমন করেন , সোমেশ্বরানন্দ মহারাজ এদের অন্যতম ছিলেন ।
নিম্নেবর্ণের হিন্দুওমুসলমান সম্পদায়ের যারা শিক্ষার আলো থেকে দূরে ছিলো তাঁদের জ্ঞান দান করার জন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।যেখানে এই বিদ্যালয়টি সেখানে সন্ন্যাসীদের একটি দাতব্য চিকিৎসালয় ছিলো । সন্ন্যাসীদের গুরুদেবের নাম ছিলেন অভেদানন্দ মহারাজ। পরবর্তীতে ঐ সন্ন্যাসীর নাম অনুসারেই এই বিদ্যালয়ের নাম করন করা হয় “অভেদানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় “ ।বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৩৪ জন । দুইটা ভবনে দুইটা শিপ্টে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় ।
মাত্র ১৩ শতাংশ জমির উপর এই সরকারী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও শিক্ষার মান অনেক উচ্চে । দিনে দিনে ছাত্র- ছাত্রীর সংখ্যা বৃদ্ধি হলেও ক্লাশরুম সঙ্কটে ছোট কক্ষে গাদা-গাদি করে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছিলো ।
কিছু দিন আগে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আই,সি,টি) জনাব মোঃ মুজিব-উল-ফেরদৌস, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ, উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম সেই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি গোলাম মর্শেদ মিলন প্রমুখ ।