নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী ব্যাংকের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। সেখানে সরকারের হস্তক্ষেপের কোনো কারণ নেই। আজ রোববার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
সৌদি আরবের জেদ্দায় ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে পাঁচ দিন পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন অর্থমন্ত্রী। ওই সভায় ইসলামী ব্যাংক নিয়ে কোনো কথা উঠেছিল কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না। কোনো কথা ওঠেনি।
(Visited ৫ times, ১ visits today)
Post Views: ৪১৬