লা লিগায় দীর্ঘ পাঁচ বছরের শিরোপা খরা ঘুচানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে ১ পয়েন্ট পেলেই শিরোপা জয়ের উল্লাসে মাতবে জিনেদিন জিদানের শিষ্যরা। তবে ড্র নয়, জয় দিয়েই শিরোপা নিশ্চিত করতে চান দলটির কোচ জিদান।
জিদান বলেন, ‘লা লিগা জেতা কতটা কঠিন, আমরা জানি। এটা খুব কঠিন, এটা ৩৮ ম্যাচের লড়াই। আপনাকে দেখাতে হবে যে, আপনি প্রতি সপ্তাহে জিততে চান। খেলোয়াড়রা অসাধারণ খেলেছে এবং যা করছি আমরা তার যোগ্য। তারা শীর্ষে আছে এবং এভাবেই শেষ করতে হবে।’
‘আমরা জয়ের জন্য মাঠে নামব কারণ এটা এই ক্লাবের ডিএনএ-তে আছে। তারপর দেখা যাক, কি হয়। আমরা এখনও লা লিগা জিতিনি। তবে আমরা অনেক পরিশ্রম করেছি এবং মাঠে আমরা সর্বস্ব দিয়ে লড়ব।’
‘আমরা এটা আগেই জিততে চেয়েছিলাম। শিরোপাটি জেতা দারুণ ব্যাপার এবং লড়াইটি শেষ পর্যন্ত যাবে। শেষ সেকেন্ড পর্যন্ত আমরা হাল ছাড়ব না।’
২০১১-১২ মৌসুমে সর্বশেষ লিগ জেতা রিয়াল রবিবার (২১ মে) রাতে মালাগার মাঠে খেলতে নামবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
মৌসুমের পুরোটা সময় জুড়ে খেলোয়াড় রদবদল করিয়ে খেলানোর পদ্ধতিতে দারুণ প্রশংসিত হয়েছেন জিদান। অনেকের মতে, দলের সবাইকে সতর্কভাবে খেলানোর কারণেই লিগের শিরোপা ভাগ্য নিজেদের হাতে রাখতে পেরেছে রিয়াল এবং চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে তারা।
৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। একই সময়ে এইবারের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা।
রিয়াল হারলে সম্ভাবনার দ্বার খুলে যাবে বার্সেলোনার। সেক্ষেত্রে এইবারকে হারালেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে কাম্প নউয়ের ক্লাবটি। সামান্য ভুলেও রিয়াল শিবিরে যোগ হতে পারে একরাশ হতাশা। তাই বাড়তি সতর্ক জিদান।