নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অবস্থানরত পাঁচ তরুণ আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের পর তাদের ওই বাড়ি থেকে বের করে এনেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। বর্তমানে র্যাব ও পুলিশ বাড়িটি ঘেরাও করে রেখেছে।
আত্মসমর্পণকারীরা হলেন- মাসুদুর রহমান, সালাউদ্দিন, আবু জাফর, নাসিকুল ইসলাম ও মশিউর রহমান। তাদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে।
রবিবার (২১ মে) সকাল ৭টায় এ অভিযান শুরু হয়। সকাল ১০টা দিকে আত্মসমর্পণকারীদের বের করে আনা শুরু হয়। বর্তমানে এই পাঁচ জনকে মাইক্রোবাসে করে র্যাব-১১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১ এর লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান।
এর আগে সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঘটনাস্থল থেকে সংবাদকর্মীদের বলেন, ‘ভেতরে যারা আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে। তারা আত্মসমর্পণ করতে রাজি হয়েছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অল্প সময়ের মধ্যে আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু করা হবে।’
এর আগে শনিবার বিকেল ৪টায় নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি ঘিরে ফেলে র্যাব-১১ এর একটি দল। বাড়িটির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না। র্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় জঙ্গি সালাহউদ্দিন।