নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার দিঘা ও কাসোপাড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার (২১ মে) সকালে গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার (২০ মে) রাতে উপজেলার দিঘা ও কাসোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দিঘা গ্রামের শিশু সম্পা আক্তার (১০), মিঠু হোসেন (১৪), কাসোপাড়া গ্রামের খলিল হোসেন (২৫), সাদ্দাম হোসেন (১৮), লতিফ হোসেন (৪৫), খোয়াজ কবীর (৪৪)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজ্জাহা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার রাতে একটি শিয়াল ক্ষিপ্ত হয়ে দিঘা ও কাসোপাড়া এলাকার কয়েকজনকে কামড়ে গুরুতর আহত করে। পরে রাতে তাদের সবাইকে আত্রাই থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।