শেরপুর প্রতিনিধি : ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে শেরপুরে বাল্যবিয়ে ও যৌতুককে লালকার্ড প্রদর্শন করে জনউদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
শনিবার (২০ মে) দুপরে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের নিজামউদ্দিন আহাম্মদ কলেজ প্রাঙ্গণে এ ব্যতিক্রম কর্মসূচি পালিত হয়। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধ করার ঘোষণাও দিয়েছেন তারা।
পাকুরিয়া ইউনিয়ন পরিষদ ও জনউদ্যোগের যৌথ আয়োজনে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ হায়দার আলীর সভাপতিত্ত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাগত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ অন্যান্যদের এ শপথ বাক্য পাঠ করান।
এ সময় পুলিশ সুপার রফিকুল হাসান গণি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, জেলা পরিষদ সদস্য কফিল উদ্দিন, নিজামউদ্দিন কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় চেয়ারম্যান আলহাজ হায়দার আলী বক্তব্যে জানিয়েছেন, শুধু আইন দিয়ে নয় জনসচেতনেতা বৃদ্ধি করে বাল্যবিয়েকে প্রতিহত করতে হবে। কেউ যদি বাল্য সংক্রান্ত খবর দেয় তাহলে খবরদাতাকে ৫০০শ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন। এমনকি যদি বাল্যবিয়ের শিকার ভিকটিম নিজেই খবর দেন তবে তার লেখাপড়ার যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে বহন করারও ঘোষণা দিয়েছেন তিনি।