শনিবার , ২০ মে ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

উচ্ছ্বসিত মাশরাফি প্রশংসা করলেন দলের

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২০, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। স্বাগতিক আয়ার‌ল্যান্ডকে ১৮১ রানে বেঁধে রাখতে বড় ভূমিকা রেখেছেন তিনি। মাত্র ২৩ রানে চার উইকেট তুলে নিয়ে আইরিশদের গুঁড়িয়ে দেওয়া ‘কাটার মাস্টার’কে প্রশংসায় ভাসিয়েছেন।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। কয়েক বছর ধরেই সে বাংলাদেশের হয়ে দারুণ খেলছে। আশা করি, দেশের হয়ে সে এভাবে পারফর্ম করে যাবে।’

মুস্তাফিজের গড়ে দেওয়া ভিতের ওপর জয়ের সৌধ ভিত নির্মাণ করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়েছেন দুজনে। তামিম ৪৭ রান করে ফিরে এলেও ৮৭ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন সৌম্য। দুই ওপেনারের প্রশংসা করে মাশরাফি বলেছেন, ‘সৌম্য আর তামিম দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে সৌম্য ছিল অসাধারণ। আশা করি, সামনের ম্যাচেও তার কাছ থেকে এমন ইনিংস পাবো।’

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। শুক্রবার একই প্রতিপক্ষ দাঁড়াতেই পারেনি বাংলাদেশের সামনে। সহজ জয়ের কৃতিত্ব সবার মাঝে ভাগ করে দিয়ে মাশরাফির মন্তব্য, ‘সব বিভাগেই ছেলেরা অসাধারণ খেলেছে। আমি তাদের পারফরম্যান্সে খুশি।’

এর আগের ম্যাচটা ভালো হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি। তবে হতাশা ঝেড়ে ফেলে পরের ম্যাচেই টাইগারদের চোখধাঁধানো পারফরম্যান্স। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আলো ছড়িয়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এমন দুর্দান্ত জয়ে মাশরাফি উচ্ছ্বসিত। খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ম্যাচ জেতা সব সময়ই আনন্দের। আমি অবশ্যই খুশি। ছেলেরা অসাধারণ খেলেছে।’

 

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি