শনিবার , ২০ মে ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ফের ইরানের প্রেসিডেন্ট রুহানি

প্রতিবেদক
alltimeBDnews24
মে ২০, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন হাসান রুহানি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এব্রাহিম রাইসিকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। চার কোটি ভোটের মধ্যে রুহানি পেয়েছেন দুই কোটি ৩০ লাখ ভোট। এ নিয়ে তিনি দ্বিতীয় দফায় চার বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাইসি ইতোমধ্যেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। রুহানির সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রচারণা চালানোর অভিযোগ এনেছেন তিনি। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী ভোটদানকালে কোনরকম প্রচারণা চালানো বেআইনি। দেশটির রাষ্ট্রীয় টিভিতে রুহানিকে বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রেজা রাহমানি বলেছেন, রাইসি ভোট পেয়েছেন ৩৮.৫ শতাংশ অর্থাৎ এক কোটি ৫৭ লাখ। এই ব্যবধান অনেক কম হওয়ার কারণে দ্বিতীয় দফায় কোনো ভোটগ্রহণের সুযোগ থাকছে না।

ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। এত অপ্রত্যাশিত বিপুল সংখ্যায় মানুষ ভোট দিতে যাওয়ার কারণে সোমবার ভোটগ্রহণের সময়সীমা ৫ ঘণ্টা বাড়ানো হয়েছিল।

নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ভোটারদের ‘অনুরোধ’ ও ‘জনগণের বিপুল অংশগ্রহণ’-এর কারণে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়।

৬৮ বছর বয়স্ক রুহানি মধ্যপন্থী নীতির আলোকে ইরানকে বহির্মুখী করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার এই নির্বাচনী সাফল্যের কারণ হিসাবে ২০১৫ সালে আমেরিকা এবং অন্যান্য দেশের সঙ্গে ইরানের সফল একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের বিষয়টিকে তুলে ধরেছেন।

সূত্র : বিবিসি।

 

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি