চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে একই পরিবারের দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- দুই বছরের তানিফা ও সাইফা। তারা এলাকার জেবল হাজীর বাড়ির দুবাই প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য মো. বেলাল উদ্দিন জানিয়েছেন, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা বাড়ির আশেপাশে তাদের দু’জনকে খোঁজাখুঁজি করেও পায়নি। প্রায় এক ঘণ্টা পর পুকুরে তাদেরকে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(Visited ১ times, ১ visits today)