শনিবার , ২০ মে ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এদেশে ধর্ষিতা ঘরের কোনে চোখের জল ফেলে, ধর্ষক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে।

প্রতিবেদক
alltimebdnews24 com
মে ২০, ২০১৭ ৬:২৮ অপরাহ্ণ

কলামিস্টঃ আর.এম।

আপনের মালিক দিলদার সাহেবের ছেলে ও তার দলবল বনানীর একটা হোটেলে ধর্ষণকান্ড ঘটিয়েছে” – এটা আমরা সবাই কমবেশি জানি। কিন্তু ৫ জন আসামীর মধ্যে ২জনকে ধরার পরই মূল ধারার মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে একধরণের সন্তুষ্টি দেখা যাচ্ছে। আবার ধর্ষকের বাবাও বড় গলায় কথা বলে সেও নাকি ঐ বয়সে ছিঃ ছিঃ

ধর্ষনের বর্ষণে পরিবেশটা ক্রমশ ভারী হয়ে উঠছে। সমীকরণ বলে বাংলাদেশে প্রতিদিন গড়ে দশজন নারী-শিশু ধর্ষনের শিকার হচ্ছে। কয়টার বিচার হয় বলতে পারবেন? বিচারহীনতা অপরাধ কে ক্রমশ বৃদ্ধি করছে। যেদিন তনুকে জাতি ভুলে গেছে, যেদিন তনুর মেডিকেল রিপোর্ট নিয়ে করেছিল কারচুপি সেদিনই বুঝে গেছি। জাতি বুঝে গেছে। অষ্টম শ্রেণী পড়ুয়া পূর্ণিমাকে যখন ধর্ষণ করা হয় এতো লোক দেখে ভয়ে পূর্ণিমার মা বলেছিল, আমার মেয়েটা ছোট, মরে যাবে, তোমরা একজন একজন যাও। এদেশে ধর্ষিতা ঘরের কোনে একলা জল ফেলে, ধর্ষক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে। একটি মেয়ে একবার ধর্ষকের দ্বারা ধর্ষিত হলেও বার বার ধর্ষিত হয় আমাদের মানসিকতার কাছে।

একজন ধর্ষিতার চোদ্দগৌষ্ঠীর পরিচয় দিয়ে বিবরণসহ যখন রিপোর্ট প্রকাশ করে তখন সে তার লজ্জার কাছে ধর্ষিত হয়। পুলিশে রিপোর্ট করতে গেলে- আদালতের কাঠগড়ায় দাঁড়ালে উকিল যখন জেরা করে বলে আপনার কোথায় কোথায় হাত দিয়েছে, কোথায় কামড় দিয়েছে, কিভাবে লিঙ্গ টুট টুট করেছে তখন ধর্ষিতা প্রতিটা প্রশ্নে হাজার বার ধর্ষিত হয়।। এমন প্রশ্নের ভয়ে ৮০% ধর্ষিতা মামলা করতে চান না।

একজন ধর্ষিতা তার প্রতিবেশি -সমাজের মানসিকতার কাছে প্রতিনিয়ত ধর্ষিত হয়। তখন সবাই গলাবাজি করে একটু সাবধান হলে কী হতো? সামাজিক তিরস্কারের ভয়ে একজন ধর্ষিতা সিলিং ফ্যানে ঝুলে মুহূর্তের মধ্যে হয়ে উঠে ধর্ষিতা থেকে লাশ। পারিবারিক ভাবে শিশুরা প্রচুর যৌন হয়রানী, ধর্ষনের শিকার হয়।একটা মেয়ে যখন তার মায়ের কাছে অভিযোগ করে লোকলজ্জার ভয়ে মা বলে কাউকে বলিস না, অথবা যখন এক পর্যায়ে গর্ভবতী হয়ে উঠে তখন বেড়াতে যাওয়ার নাম করে হাসপাতালে গিয়ে এবরশন করে।
ধর্ষিতা তুমি কোথায় যাবে?
এ সমাজ তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে।
ন্যায় বিচার হা হা সেটা আবার তুমি কোথায় পাবে?

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি