সম্প্রতি ভালো ফর্মেই রয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মিডল অর্ডারের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৮ রান করলেই স্পর্শ করবেন মাইলফলকটি।
ওয়ানডেতে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের ঘরে পৌঁছাতে ২৮ রান দরকার মাহমুদউল্লাহর। সবকিছু ঠিক থাকলে নিজের ১৪০তম ওয়ানডেতেই এ মাইলফলক স্পর্শ করবেন তিনি। কারণ আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ৪০’র উপর রান করেছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ম্যাচে ৪৩ ও দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৫১ রান করেছেন মাহমুদউল্লাহ।
টাইগারদের সঙ্গে এতদিনে ১৩৯ ওয়ানডে খেলে মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি ও ১৭ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ৩৩.৩৯ গড়ে তার রান ২ হাজার ৯৭২। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলকে জায়গা করে দিয়ে এবার তিন হাজারি ক্লাব অপেক্ষা করছে তার জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই হয়তো তিনি পৌঁছে যেতে পারেন তিন হাজারি ক্লাবে।