‘মিস আর্থ’-খ্যাত বিশ্ব সুন্দরী প্রিয়তির জন্য আজকের দিনটা অন্যরকম আনন্দের। প্রথমবার বাংলাদেশের কোন ক্রিকেট ম্যাচ মাঠে গিয়ে দেখছেন এই আন্তর্জাতিক মডেল। আজ শুক্রবার(১৯ মে) বাংলাদেশ খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে। টাইগারদের শুভ কামনা জানাতে মাঠে ছুটে গিয়েছেন এই মডেল।
প্রিয়তি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের খেলা নিয়ে। আমি অনেক দিন ধরে আয়ারল্যান্ডে বসবাস করছি। বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে এসেছে। তাই মাঠে এসেছি বাংলাদেশকে শুভ কামনা জানাতে। গুড লাক বাংলাদেশ।’
এই আন্তর্জাতিক মডেল আরো বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি ভীষণ সম্মানিত বোধ করছি।’
ঢাকার ফার্মগেট এলাকার মেয়ে প্রিয়তি। প্রায় ১৫ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন। পেশায় বৈমানিক। মডেলিংয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। ২০১৪ সালে অর্জন করেছেন ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব। পরের বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ‘মিস আর্থ’-এ আয়ারল্যান্ডের হয়ে অংশ নিয়ে হয়েছেন চ্যাম্পিয়ন।
সর্বশেষ ২০১৬ সালে আয়ারল্যান্ডের মডেল অব দ্য ইয়ার নির্বাচিত হয়ে বাংলাদেশকে তুলে ধরেছেন অনন্য মর্যাদায়। হলিউড-বলিউডের সিনেমায়ও কাজ করার প্রস্তাব পেয়েছেন। অভিনয় করেছেন আয়ারল্যান্ডের চলচ্চিত্রে।