যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারের পথচারীদের উপর একটি প্রাইভেটকার উঠে পড়ার ঘটনায় কমপক্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ সময় রাতে এ ঘটনা ঘটেছে। সংবাদ বিবিসির।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ওই প্রাইভেটকারটির চালককে আটক করা হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে। সিবিএস’র বরাত দিয়ে বলা হয়েছে, সন্ত্রাসী বা জঙ্গি হামলার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।
তবে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, পথচারীদের ভিড়ের ঢুকে পড়ার আগে গাড়িটি উল্টো পথে চালানো হচ্ছিল।
(Visited ৪ times, ১ visits today)