শুক্রবার বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে রিপোর্টার ও ক্যামেরা পার্সনদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টসে হেরে ব্যাটিং করতে নামে রিপোটার্স একাদশ। পরে ২০ ওভারে ১২৪ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ক্যামেরা পার্সন একাদশ। ক্যামেরা পার্সন একাদশ মাত্র ২২ রানে পরাজিত হয় রিপোটার্স একাদশের কাছে।
খেলায় ম্যান অফ দ্যা মাচ হন যুগান্তর বরিশাল অফিসের রিপোর্টার শাওন খান।
খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি শেখ মো. মারুফ হাসান বলেন- সাংবাদিকরা সমাজের আয়না। তারা সারাক্ষণ সমাজের জন্য করে যাচ্ছে। এর মধ্যে তাদের খেলাধুলার আগ্রহ আমাকে অভিভূত করছে। নিজেদের সব জায়গায় সুন্দর ভাবে জাহির করছে বরিশালের সাংবাদিকরা।
বিশেষ অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন- সাংবাদিকদের এ খেলায় কে জিতেছে বা কে পরাজিত হয়েছে সেটা মূখ্য বিষয় নয়। মূখ্য বিষয় হচ্ছে সাংবাদিকরা কাজের মধ্যে নিজেদের জন্য বিনোদনের ব্যবস্থা করছে। সামনে এ ধরনের আয়োজন যাতে চলমান থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য সিনিয়র সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।
শুভেচ্ছা স্মারক বিতরনী অনুষ্ঠানে অতিথি ছিলেন-মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল ক্লাবের সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন,বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সহ সভাপতি আমজাদ হোসাইন,সদস্য কমল সেন গুপ্ত, বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো ব্যুরো প্রধান ও বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সদস্য সাইফুর রহমান মিরন এবং বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সদস্য রাইসুল ইসলাম অভি।