ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। মাহগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এ ম্যাচে দুটি দলেই একটি করে পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের বদলে এ ম্যাচে ওডিআই অভিষেক হবে সানজামুল ইসলামের। অন্যদিকে ইনজুরি থেকে দলে ফিরে এসে আইরিশ ব্যটসম্যান এড জয়েস।
সিরিজে ইতোমধ্যে দু’টি ম্যাচ খেললেও এখনো জয়ের স্বাদ পায়নি টাইগাররা।
আজ তাই আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতেই মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের পর বাংলাদেশের পরবর্তী লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ২৪ মে টুর্নামেন্টের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন ও সানজামুল ইসলাম।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, পল স্টার্লিং ও গ্যারি উইলসন।
(Visited ৬ times, ১ visits today)