বর্তমান……………..আর.এম।
……………………………………
বুদ্ধির মার প্যাচে
বুদ্ধিজীবীর বাস,
নির্বোধ জনতার
চলে হা-হুতাস।
দেশ আমার ভরে গেছে
কামনার ভক্তে,
ডিজিটাল এইডস তাই
জনতার রক্তে।
উকিলের কুকিল বুলি
সব মিথ্যাচার,
তাই সত্যের জেল আর
মিথ্যে পায় পাড়।
হলুদ সংবাদে
পূর্ন এ সমাজ,
তাই চলে দিন রাত
শুধুই অকাজ।
আমলার টেবিলে
জমে থাকে ফাইল,
টাকা ছাড়া জনতার
নেই সেথা বেইল।
ব্যবসার নামে
চলে চোরা কারবার,
তাই আমজনতা
ঠকে বারবার।
আমরাও জনতা
নই ততো ভালো,
সর্বদা খুঁজে বেড়াই
সুজোগের আলো।
…………………………….
…………………………….
(Visited ৬ times, ১ visits today)