অনলাইন ডেস্কঃ
নেপালের পর এবার পাকিস্তানেও হিট দক্ষিণের ছবি ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। ভারতের বক্স অফিসের বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়ে ছবিটি মুক্তি পেয়েছে পাকিস্তানে। এস এস রাজমৌলি পরিচালিত এই ছবিটি বিনা কর্তনে ছাড় পেয়েছে পাকিস্তানে। ঝড় তুলেছে দেশটিতে।
খুব বেশি নয়, পাকিস্তানের মাত্র ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বাহুবলী ২’ ছবিটি। আর তাতেই বাজিমাত করেছে বাহুবলী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাহুবলী-জ্বরে আক্রান্ত পাকিস্তানও। ছবিটি এর মধ্যেই দেশটিতে সাড়ে চার কোটি রুপি আয় করেছে। পরিবেশক আশা করছেন, আয় ছয় কোটি রুপিতে গিয়ে ঠেকবে। দেশটি কয়েকটি বড় শহরে সগৌরবে চলছে। দর্শকেরা ছবিটি দেখতে ভিড় জমিয়েছেন সিনেমা হলগুলোতে। প্রেক্ষাগৃহ হাউসফুল। ষড়যন্ত্র, যুদ্ধ, শত্রু নিধনের মতো বিষয়গুলো থাকায় পাকিস্তানের দর্শকদের মন জিতে নিয়েছে প্রভাসের ছবিটি।
(Visited ৬ times, ১ visits today)