অনলাইন ডেস্ক :
আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি। বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা নিশ্চিত করেছেন। জুয়েলারি ব্যবসা বান্ধব আমদানি নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে সমিতি বলছে, দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে। উল্লেখ্য, শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েকদিনে দু’দফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামীর পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্স এর পাঁচটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়। এ সময় আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরা জব্দ করে বাংলাদেশের শুল্ক গোয়েন্দার সদস্যরা। এসব জব্দকৃত স্বর্ণের বৈধ কাগজও দেখাতে পারেননি আপন জুয়েলার্স।