অনলাইন ডেস্ক :
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে দুদক টিমের সদস্যরা হাসপাতালে গিয়েছিলেন। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ল্যাবএইড হাসপাতালে যায়। তিন সদস্যের দুদক টিমে অপর দুজন হলেন উপপরিচালক শামসুল আলম এবং উপ সহকারী পরিচালক শাহিদ উজ্জামান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ দুপুর ১টার দিকে তারা ল্যাবএইড হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। দুদক টিম ল্যাবএইডের মহাব্যবস্থাপক ডা. এম এ শামীম, চিফ অপারেটিং অফিসার আল এমরান চৌধুরী এবং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুর উল মোল্লার সাথে কথা বলেন। এ সময় হাসপাতালের বোর্ড অব ডিরেক্টরদের অবৈধ সম্পদ রয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চেয়েছেন।