বিমানের ইঞ্জিন অয়েলের পাইপের নাট ঢিলা হয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিতে সমস্যা দেখা দিয়েছিল। আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ব্যর্থতার (হিউম্যান ফেইলর ফ্যাক্টর) কারণেই এটি হয়েছে।আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ বিমানের করা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচজনকে সাময়িক বরখাস্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরখাস্তরা হচ্ছেন এস এম রোকনুজ্জামান, সামসুল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন ও সিদ্দিকুর রহমান। গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ওয়াটার সামিটে যাওয়ার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টে যাত্রা করে বিমান। উল্লেখ্য, ভিভিআইপি ফ্লাইটের জরুরি অবতরণ তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) ও বিমান মন্ত্রণালয় পৃথক ৩টি কমিটি গঠন করেছে।