টাঙ্গাইল প্রতিনিধি : বিচার বিভাগ ও সরকার প্রতিপক্ষ এবং প্রতিদ্বন্দ্বী নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে টাঙ্গাইল জেলা জজ আদালত ভবনের নব-নির্মিত ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘সরকারের উন্নয়ন কাজে বিচার বিভাগ যদি স্লথ গতিতে চলে, তাহলে উন্নয়ন কোনভা্বেই সম্ভব নয়। বিচার বিভাগ, আইন বিভাগ ও প্রশাসন, একটির সাথে আরেকটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই আমাদের যদি প্রতিপক্ষ বলা হয় তাহলে ভুল বলা হবে। আমরা সব সময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আমরা প্রতিপক্ষ নই। তারপরেও কোথায় যেন বাধার সম্মুখীন হই।’
এর আগে তিনি জেলা আইনজীবী বার সমিতি হল রুমে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
(Visited ৪ times, ১ visits today)