বনানীতে দুই তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত নাঈম আশরাফের সঙ্গে সেলফি রয়েছে শোবিজ অঙ্গনের অনেক তারকার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা রকম মন্তব্য।
নাঈম আশরাফের সঙ্গে ঘনিষ্ঠ সেলফি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তাকে নিয়েও ফেসবুকে নানারকম মন্তব্য পাওয়া যাচ্ছে। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি।
মৌসুমী হামিদ বলেন, ‘মিডিয়ায় কাজ করার সুবাদে এখন সারাদেশের মানুষই তো চেনে। অনেকেই ছবি তুলতে চাই। ছবি তোলার সময় তো বোঝা যায় না কে ভালো আর কে মন্দ? নাঈম আশরাফ আমার ঘনিষ্ঠ কোন বন্ধু নয়। তার সঙ্গে সেলফি নিয়ে ফেসবুকে যারা মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করছেন তারা নিজের দিকে একবার তাকান।’
ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মৌসুমী হামিদ বলেন, ‘পৃথিবীর ন্যাক্কারজনক কাজ হলো ধর্ষণ। এর জন্য কঠিন সাজা হওয়া উচিত। এমন শাস্তি দেওয়া হোক যেন আর কেউ এমন ন্যাক্কারজনক কাজ করার সাহস না পায়।’