লা লিগায় বার্সেলোনার হয়ে শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছে ব্রাজিলিয়ান তারকা নেইমার। লাস পালমাসের বিপক্ষে ওই ম্যাচটিতে নেইমারের হ্যাটট্রিকে বার্সা ৪-১ গোলের জয পায়। এমন পারফরম্যান্সের পরে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, বার্সেলোনার জার্সি গায়ে এটাই তার সেরা মৌসুম।
২০১৩ সালে ন্যু ক্যাম্পে আসার পর থেকে এই প্রথম প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করলেন নেইমার। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৩টি ও সব মিলিয়ে ১৯টি গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২০টি গোল।
ফ্রান্স ফুটবলকে নেইমার বলেন, ‘আমার জন্য এটা দারুণ এক মৌসুম। এমনকি আমি মনে করি, এখানে আসার পর এটাই আমার সেরা মৌসুম। আমি নতুন ধাপে উঠেছি কি-না, জানি না। মাঠে থেকে এরকম ধারণা করাটা কঠিন।’
তিনি আরও বলেন, ‘এখানে আসার পর থেকে এখন পর্যন্ত দলে আমার ভূমিকা একই-এর পরিবর্তন হয়নি। আমি সবসময় দলের দায়িত্ব নিয়েছি এবং সবাই তাদের ভূমিকা সম্পর্কে জানে।’
তিনি আরও যোগ করেন, ‘এখন আমি চাই বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে – আর সবার সেরা লিও মেসির সঙ্গে খেলতে। আমি সেরা হওয়ার স্বপ্ন দেখি। আমার মনে হয়, আামি তা পারব, তবে শান্ত ও ধীরে সুস্থে- আমি তাড়াহুড়ো করতে চাই না। সব খেলোয়াড় স্বপ্ন (ব্যালন ডি’অর) দেখে- আমি আশা করি, একদিন এটা জিততে পারবো।’