রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী সাবিহা আক্তার সোনালীর (১৪) বাবাকে ৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সেই অর্থের চেক পিতা জাকির হোসেন মোল্লার কাছে তুলে দেন।
সোনালী ২০১৬ সালের জানুয়ারি ১৬ সুপ্রিম কোর্ট বারের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মারা যান। তার বাবা জাকির হোসেন মোল্লা পেশায় একজন রংমিস্ত্রী। জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সোনালী বাংলাদেশ শিশু একাডেমীর সংগীতের ছাত্রী ছিল।
দুর্ঘটনার পর সোনালীর বাবা জাকির হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জাকির হোসেনকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। চেক হস্তান্তরের সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম উপস্থিত ছিলেন।