‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন সালমান খান অ্যান্ড কম্পানি। এখন তারা রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন লোকেশনে।
এই ছবিতে অভিনয় করছেন সালমানের একসময়ের গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফও। আর ছবির শুটিং যে তারা মারাত্মক উপভোগ করছেন সেটা বেশ বোঝা যাচ্ছে। ক্যাট তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বহুদিন বাদে ‘শার্টলেস’ সালমানের একটি ছবিও শেয়ার করেছেন।
তবে সম্প্রতি ক্যাটের শেয়ার করা ছবি দেখে একটা কথা পরিস্কার, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুট শেষ হয়ে গেলেও স্মৃতিতে থেকে যাবে ছবির অসাধারণ অ্যালবাম।
(Visited ৫ times, ১ visits today)