ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আন্তর্দেশীয় কমিটির ১১তম সভায় এই স্বীকৃতি মেলে।রিপ্রেজেনটেটিভ লিস্ট অব ইনটানজিবল কালচারাল হেরিটেজ অব হিউমিনিটির তালিকায় মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত হয়েছে।সরকারের সক্রিয় কূটনৈতিক চেষ্টায় মঙ্গল শোভাযাত্রাকে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করল ইউনেস্কো। দুই বছর আগে এই তালিকায় মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করার চেষ্টার শুরু হয় বাংলা একাডেমির প্রস্তুত করা প্রস্তাবনা ইউনেস্কোর কাছে হস্তান্তর করার মাধ্যমে। এরপর সেই মনোনয়নের প্রস্তাবনা কয়েকটি সংশোধনীর মধ্যে দিয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট ইউনেস্কোর কমিটিতে বিষয়টি অনুমোদিত হল।কমিটির সিদ্ধান্তে বলা হয়, বাংলা নববর্ষে চারুকলার ছাত্র ও শিক্ষকদের আয়োজিত মঙ্গল শোভাযাত্রা নিজেদের জীবন্ত ঐতিহ্য নিয়ে বাংলাদেশের মানুষের গর্ব ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের শক্তি ও সাহস প্রদর্শন করে। এটি ন্যায় ও সত্যের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার চিত্রটি প্রতিফলিত করে। জাতি, বর্ণ, ধর্ম ও সব ধরণের মানুষের উৎসব হিসেবে এই উৎসব গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত করে বলে কমিটির সিদ্ধান্তে বলা হয়।