অনলাইন প্রতিবেদক :
চুক্তির বাইরে অতিরিক্ত টাকা দাবি ও ছবির শুটিংয়ে শিডিউল না দেওয়ার অভিযোগ এনে ঢালিউড নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে আইনী নোটিশ পাঠিয়েছেন ‘মনে রেখো’ চলচ্চিত্রের প্রযোজক ও হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ফারুক। মঙ্গলবার (১৬ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়। এ বিষয়ে মাহি বলেন, আমি যেকোনো সিনেমায় কাজ করার জন্য ৩৫ দিন শিডিউল দেয়। এ ছবিতে ৪৫ দিন শুটিং করেছি। তারপরও কাজ শেষ করতে পারেননি। এরপর আমি অন্য সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছি। এতদিনেও যদি ছবির শুটিং শেষ করতে না পারে, তবে আমার কী করার আছে! আমি তো একটি ছবির জন্য অন্য ছবির প্রযোজক ও পরিচালকের
সঙ্গে প্রতারণা করতে পারব না। মাহি এখন ‘জান্নাত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিতে মাহির বিপরীতে রয়েছেন সাইমন।
(Visited ৭ times, ১ visits today)