অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোহেল রানা বাবলু (২৭) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে সোহেল রানা মোটরসাইকেলে করে উপজেলার হরিশপুর ব্রাহ্মণ সাঁকো এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তিনি সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সোহেল রানা স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা গ্রুপের সমর্থক ছিলেন।
(Visited ৮ times, ১ visits today)